হোম > খেলা > ক্রিকেট

‘এর চেয়ে ভালো ক্রিকেট আশা করাটাও খুব কঠিন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও আজ সিরিজ হারাল বাংলাদেশ। অসাধারণ ব্যাটিং করে চলেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। তবে লিটন মনে করেন, সব ম্যাচে ফিফটি কিংবা ভালো শুরু পাওয়া সম্ভব না। কখনো অল্পতে আউট হতে পারেন তাঁরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘ভালো উইকেট মানেই কি প্রতি ম্যাচে ৫০ রান করবেন আপনি? ব্যাপারটা এমন না। সব সময় কঠিন উইকেটে কষ্ট করে রান করতে হবে, ভালো উইকেটেও কষ্ট করে রান করতে হবে। অবশ্যই ভালো উইকেটে যখন আমরা খেলব, দুই দিক থেকেই ভালো থাকবে– ব্যাটিং ও বোলিং। বোলাররাও সহায়তা পাচ্ছে, ব্যাটাররাও বড় ইনিংস খেলার সুযোগ পাচ্ছে। অবশ্যই সহায়তা করবে ভালো উইকেটে খেললে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। লিটনের কাছে তাঁর দল পাচ্ছে ‘এ’ প্লাস, ‘দল হিসেবে আমরা ভালো ক্রিকেট খেলছি, বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং সব মিলিয়ে। এর চেয়ে আর ভালো ক্রিকেট খেলা যায় কিনা আমি জানি না। চেষ্টা করব এ ধারবাহিকতা ধরে রাখতে। ধরে রাখতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।’

লিটন যোগ করেন, ‘এর চেয়ে ভালো ক্রিকেট আশা করাটাও খুব কঠিন। প্রতিদিন টি-টোয়েন্টি পাওয়ার প্লেত ৭০-৮০ করতে পারবেন না। এর থেকে কমও যদি করতে পারি, ৬০-ও যদি করতে পারি, আমি মনে করি খুব ভালো।’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ

হঠাৎ কেন বিপিএল ছাড়ার হুমকি দিল ঢাকা ক্যাপিটালস

বিশ্বকাপ দলে জায়গা পাননি, কী বলছেন হাসান মাহমুদ

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের