হোম > খেলা > ক্রিকেট

দেশের কোচদের পরামর্শে বদলে গেছেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: শ্রীলঙ্কা বিপক্ষে প্রথম ওয়ানডেতে সহজ জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এই জয়ে বোলিং বিভাগে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন স্পিনাররা । বিশেষ করে মেহেদী হাসান মিরাজের ভালো বোলিং করেছেন। এই সিরিজে স্পিন কোচ হিসেবে দেশের কোচরাই দায়িত্ব পালন করছে। মিরাজ জানালেন, দেশীয় কোচের অধীনেই তাঁরা ভালো করেছেন।

প্রথম ওয়ানডে শেষে মিরাজ জানিয়েছেন, দেশীয় কোচদের পরামর্শ মেনেই বোলিং করার চেষ্টা করেছেন তিনি। আর এতেই মিরাজ সাফল্য পেয়েছেন। প্রথম ওয়ানডেতে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী স্পিনার। ম্যাচের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পুরস্কারটাও উঠেছে তাঁর হাতে।

ম্যাচশেষে দেশীয় কোচদের কৃতিত্ব দিয়েছেন মিরাজ, ‘বোলিং করছি নেটে এবং দেশীয় কোচ যাঁরা আছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করছি। কীভাবে কী করলে ভালো হয়। ফাহিম স্যার তিন-চার দিন আগে আমাকে ফোন দিয়েছিলেন। শ্রীলঙ্কা সফর থেকেই তিনি বোলিংয়ের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দিচ্ছেন। চেষ্টা করেছি তাঁর কথা অনুযায়ী বোলিং করার। আর সোহেল স্যারের সঙ্গে তো এখন সামনে থেকেই কাজ করতে পারছি। আমি মনে করি যে স্যাররা আমাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছেন।’

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি