হোম > খেলা > ক্রিকেট

অস্বাভাবিক খাদ্যাভ্যাসেই ওয়ার্নের এমন পরিণতি

শেন ওয়ার্নের মরদেহের ময়নাতদন্তের সব প্রস্তুতি শেষ হয়েছে। কিংবদন্তির মৃতদেহ এখন রাখা হয়েছে থাইল্যান্ডের কো সামুইয়ের সুরাথানি হাসপাতালে। ময়নাতদন্তের ফল এখনো পুরোপুরি জানা না গেলেও অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়েছেন থাই পুলিশ। আর ওয়ার্নের ম্যানেজার জেমন এরসকাইন জানালেন তাঁর অস্বাভাবিক খাদ্যাভ্যাসের কথা।  

শুরু থেকেই ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকেই ওয়ার্ন মারা গেছেন। এমনিতেই হাঁপানি ও হার্টের অসুখ ছিল তাঁর। এসবের সঙ্গে অদ্ভুত খাদ্যাভ্যাসও তার হার্ট অ্যাটাকের জন্য দায়ী বলে মনে করছেন অনেকে। অস্ট্রেলিয়ান টিভি চ্যানেল নাইন টুডেকে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্নের দীর্ঘদিনের ম্যানেজার জেমন এরসকাইন জানিয়েছেন তার অদ্ভুত খাদ্যাভ্যাসের কথা, ‘সে অদ্ভুত ধরনের ডায়েট অনুসরণ করছিল। এমনও হয়েছে টানা ১৪ দিন সে শুধু পানীয় পান করেই কাটিয়ে দিত। মৃত্যুর আগেও সে এমন ডায়েট অনুসরণ করছিল।’

ওয়ার্নের খাদ্যাভ্যাস স্বাভাবিক ছিল না বলেও জানান এরসকাইন। ৫২ বছরের জীবনের অধিকাংশ সময়ই টানা ধূমপান করেছেন ওয়ার্ন। মদ্যপানও করতেন নিয়মিত। এসব থেকেই হার্ট অ্যাটাক হয়েছে বলে ধারণা এরসকাইনের। তবে থাই পুলিশ অবশ্য জানিয়েছে, ভিলার ভেতরে কোনো অ্যালকোহল ও সিগারেট পাওয়া যায়নি। 

এদিকে ময়নাতদন্ত শেষে থাই পুলিশের মুখপাত্র অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়ে গণমাধ্যমে বলেছেন, ‘আমরা তেমন কিছু পাইনি। হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও দেখা হয়েছে। সেখানেও সন্দেহজনক কিছু মেলেনি।’ 

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি