মোসাদ্দেক হোসেনের সঙ্গে নাঈম ইসলামকে টস করতে দেখে অনেকেই অবাক হলেন। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ একাদশে থাকার পরেও কেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে টস করতে নামলেন নাঈম? পরে জানা গেল, ‘চাপমুক্ত করতেই’ এই অলরাউন্ডারকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। তাঁর জায়গায় আনা হয়েছে অভিজ্ঞ নাইমকে।
শুধু অধিনায়কত্বে নয়, চট্টগ্রাম দলে পরিবর্তন এসেছে হেড কোচের পদেও। ইংলিশ কাউন্টি দল লেস্টারশায়ারের জরুরি ডাকে তাদের পূর্ণকালীন কোচ পল নিক্সনকে বিপিএলের মাঝপথেই ফিরতে হয়েছে। বাকি বিপিএলে তাঁর দায়িত্বটা সামলাবেন শন টেইট।
অবশ্য যাওয়ার আগে মিরাজের বদলে নাইমকে দায়িত্ব দিয়ে গেছেন নিক্সন। চট্টগ্রামের চিফ অপারেটিং অফিসার ইয়াসির আলম জানালেন সেই তথ্য। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যাওয়ার আগে কোচ একটা নির্দেশিকা দিয়ে গেছেন। সেখানে তিনি জানিয়েছেন, মিরাজ অনেক চাপে আছেন। খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত। তবে আমরা তার কাছে খেলোয়াড় হিসেবে সেরাটা পেতে চাই বলে চাপমুক্ত রাখতে চাইছি। তাকে চাপমুক্ত রেখে একজন সিনিয়র খেলোয়াড়কে ( নাঈম ইসলাম) দায়িত্ব দিয়ে গেছেন।’
ইংল্যান্ডে ফিরে গেলেও দলের সঙ্গে অনলাইনে নিয়মিত যোগাযোগ রাখছেন নিক্সন। ইয়াসির আলম বললেন, ‘নিক্সন সব নির্দেশিকা দিয়ে যাচ্ছেন। তবে টুর্নামেন্টে শন টেইট তার দায়িত্ব পালন করবেন। লেস্টারশায়ার কাউন্টিতে তার পূর্ণকালীন চাকরি। তাঁর কাছে স্বাভাবিকভাবেই সেটি অগ্রাধিকার পাবে।’