হোম > খেলা > ক্রিকেট

শুরুর ধাক্কার পর ইংল্যান্ডের মান বাঁচিয়েছেন বেয়ারস্টো

অ্যাশেজের ভরাডুবির পর টেস্ট দল ঢেলে সাজিয়েছে ইংল্যান্ড । বাদ পড়েছেন স্টুয়ার্ট ব্রড-জেমস অ্যান্ডারসন-জস বাটলারদের মতো তারকারা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অ্যান্টিগা টেস্ট দিয়েই নতুন শুরু চেয়েছিল ইংলিশরা। কিন্তু শুরুতেই গড়বড়।

৪৮ রান তুলতেই নেই চার টপ অর্ডার। প্রথম দিন শেষে অবশ্য  মান বাঁচে জনি বেয়ারস্টোর ব্যাটে। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৬৮।  বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে স্বস্তি নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড।

অ্যান্টিগায় টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। টেস্ট অভিষেকটা ভালো হলো না ওপেনার অ্যালেক্স লিসের। ইনিংসের তৃতীয় ওভারেই ব্যক্তিগত ৪ রানে কেমার রোচের বলে এলবিডব্লু হন। আরেক ওপেনার জ্যাক ক্রলি ৮ রান করে জয়ডেন সিলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। 

দুই ওপেনারের ব্যর্থতায় দ্রুত ফিরেছেন জো রুটও। ইংলিশ অধিনায়ক ১৩ রান করে রোচের বলে বোল্ড হন। আর ড্যান লরেন্স ২০ রান করে হোল্ডারের বলে ব্ল্যাকউডের হাতে ক্যাচ দিলে ৪৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড । এরপর বেয়ারস্টোর সঙ্গে জুটি বেঁধে বেন স্টোকস ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। এই জুটিও  দলকে বেশি দূর  এগিয়ে নিতে পারেনি। ব্যক্তিগত ৩৬ রান করে সিলসের বলে বোল্ড হয়ে  ফেরেন স্টোকস। 

এবার বেন ফোকসকে  নিয়ে দলকে এগিয়ে নেন বেয়ারস্টো। ষষ্ঠ উইকেটের জুটিতে দুজন যোগ করেন ৯৯ রান। ফোকস ৪২ রান করে হোল্ডারের বলে এলবিডব্লিউ হন। স্টোকস, ফোকসের পর বেয়ারস্টো জুটি বাঁধেন ওকসকে নিয়ে। সপ্তম উইকেটে ৫৪ রান যোগ করে দিন শেষ করেন এই জুটি। ১০৯ রানে অপরাজিত আছেন বেয়ারস্টো।

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও