হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়া অধিনায়ককে সালাম শেখালেন জ্যোতি

ওয়ানডে সিরিজ শেষ। এবার শুরু অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল মিরপুরে শুরু সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ ট্রফি হাতে ফটোসেশন করেছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। 

মাঠে বিসিবি প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় দুজনে বেশ মজাও করেছেন। এ সময় কথা বলার শুরুতে হিলিকে সালাম শেখান জ্যোতি। শুরুতেই জ্যোতি জানতে চান, ‘তুমি কি আসালামুআলাইকুম বলতে পারবে?’ । প্রশ্ন শুনে হিলি ঘাবড়ে যাননি। অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক বেশ সাবলীলভাবে ভেঙে বলেন, ‘আসালা মুআলাইকুম’। 

হিলির সালাম শুনে বেশ খুশি হোন জ্যোতি ও মাইক্রোফোন হাতে দুজনের মাঝে থাকা বিসিবি প্রতিনিধি। এরপর বাংলাদেশ অধিনায়ক কী কারণে ‘আসালামুআলাইকুম’ বলেন বাংলাদেশি মুসলিমরা, সেটি ব্যাখ্যা করেন। হিলিও বেশ সন্তুষ্টচিত্তে সেটি শুনে তৃপ্তির হাসি দেন। এরপর ‘থ্যাংক ইউ’র বাংলা শিখতে চান তিনি। সেটিও বেশ সুন্দরভাবে শিখিয়েছেন জ্যোতি। 

তার আগে হিলিকে বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি, বিরিয়ানি ও রেশমি চুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দেন জ্যোতিকে। হিলিকে লাল শাড়ি উপহার দেওয়ার পাশাপাশি বিরিয়ানি খাইয়ে দেন তিনি। পরে লাল-সবুজ চুড়ি পরেও দেখান দুজনে।

এই প্রথম বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ খেলছে। তবে মিরপুরে ওয়ানডে সিরিজে সহজেই স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছেন হিলিরা। টি-টোয়েন্টিতে এর আগে দুইবার সাক্ষাৎ হয়েছে দুই দলের। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে। 

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে