হোম > খেলা > ক্রিকেট

ঈদের শুভেচ্ছা জানালেন সাকিব-তামিমরা, পরিবারের সঙ্গে মুশফিক-মিরাজ

আজ পবিত্র ঈদুল ফিতর। সারা দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি উদ্‌যাপন করছেন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায়। আনন্দ-উদ্‌যাপনে সময় কাটছে ক্রিকেটারদেরও। আপাতত মাঠে কোনো খেলা না থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন বাংলাদেশি ক্রিকেটাররা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর অফিশিয়াল ফেসবুক পেজে একটি ঈদ শুভেচ্ছা কার্ড পোস্ট করে ক্যাপশন দিয়েছেন এমন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’ 

আরেক ক্রিকেটার তামিম ইকবালও শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত-সমর্থকদের। বাংলাদেশের এই ড্যাশিং ওপেনারও কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক!’ এরপর আধখানা চাঁদ ও মসজিদের ইমো যোগ করে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’ 

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহও ঈদের শুভেচ্ছা কার্ড পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক। বিশেষ দিনটি ভালোবাসা, আনন্দ এবং আশীর্বাদে পূর্ণ হোক।’ 

পরিবারের সঙ্গে ঈদ কাটাচ্ছেন মুশফিকুর রহিম। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে গিয়ে সেলফি তুলে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ‘মিস্টার ডিপেন্ডেবল।’ 

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বাবা ও পুত্রকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি নিজের ফেসবুক পেজে। ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি পরিবারের ও আশপাশের সবাইকে নিয়ে ঈদ কাটুক আনন্দে।’ 

একই রঙা ডিপ ব্লু পাঞ্জাবি পরে বাবা ও পুত্রের সঙ্গে ছবি তুলে পোস্ট দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও।

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে

স্বস্তিতে নেই ভারতও, অপেক্ষায় বিসিবি

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’