হোম > খেলা > ক্রিকেট

কীভাবে, কত টাকায় মিলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র চার মাস। ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম মৌসুম। সেই টুর্নামেন্টের টিকিটের দাম ও টিকিট কাটার প্রক্রিয়া জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। 

ভক্ত-সমর্থকেরা যেন সুন্দরমত টিকিট কাটতে পারেন, তার জন্য দারুণ ব্যবস্থা গ্রহণ করেছে আইসিসি। ‘পাবলিক টিকিট ব্যালটের’ মাধ্যমে কাটা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট। ‘আগে এলে আগে পাবেন’—টিকিট ব্যালটের সিস্টেমটা এমন নয়। প্রতি ম্যাচের জন্য ছয়টি করে টিকিট কাটতে পারবেন ভক্ত-সমর্থকেরা। সেটা যেকোনো ম্যাচের জন্যই হতে পারে। এ সুযোগ থাকছে আজ থেকে শুরু করে ২০২৪ এর ৭ ফেব্রুয়ারি অ্যান্টিগার স্থানীয় সময় ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। টিকিটের সর্বনিম্ন ৬ ডলারে শুরু হবে টিকিট বিক্রি, বাংলাদেশি মুদ্রায় তা ৬৫৮ টাকা। সর্বোচ্চ দাম ২৫ ডলার (বাংলাদেশি ২৭৪২ টাকা)। 

ব্যালটের কাজ শেষ হলে বাকি থাকা টিকিটগুলো ২২ ফেব্রুয়ারি ‘জেনারেল সেল’ এর মাধ্যমে বিক্রি করা হবে। সময় পেরিয়ে যাওয়ার পর টিকিটপ্রার্থীদের কাছে ইমেইল যাবে সেটা নিশ্চিত করতে যে কোন ম্যাচের টিকিট তারা কাটতে পারবেন। টাকা পাঠানোর লিংকও দেওয়া হবে ইমেইলে। নির্ধারিত সময়ের মধ্যে যারা টাকা জমা দিতে না পারবেন, সেই টিকিটগুলো চলে যাবে ‘জেনারেল সেলে’ ‘আগে এলে আগে পাবেন’—এই ভিত্তিতে তখন টিকিটগুলো বিক্রি করা হবে। 

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। আইসিসির ইভেন্ট পরিচালনা প্রধান ক্রিস টেটলি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিকিটের ব্যবস্থা করতে পেরে বেশ রোমাঞ্চিত। টিকিট ব্যালটের মাধ্যমে বিশ্বের সকল ভক্ত সমর্থকদের টিকিট কাটার সমান সুযোগ রয়েছে। সবচেয়ে বেশি ২০ দল নিয়ে হতে যাওয়া বিশ্বকাপ দেখার এমন সুযোগ কেউ হাতছাড়া করবেন না। ২৯ দিনে চলবে ৫৫ ম্যাচ।’

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’