হোম > খেলা > ক্রিকেট

সাইবার জালিয়াতির শিকার শচীনের বন্ধু কাম্বলি

শচীন টেন্ডুলকারের সঙ্গে বিনোদ কাম্বলির বন্ধুত্ব নিয়ে বহু চর্চা হয়েছে। সেই স্কুল ক্রিকেটের রেকর্ড জুটির আগে থেকেই গলায়-গলায় বন্ধুত্ব। শচীনের সেই বন্ধু কাম্বলি এবার সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। 

বেসরকারি ব্যাংক কর্মকর্তা পরিচয় দিয়ে কাম্বলির অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে নেন এক প্রতারক। পরে তাঁর অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ১ লাখ ১৪ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকা)। একাধিক ভারতীর সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। 

ভারতীর সংবাদমাধ্যম বলছে, গত ৩ ডিসেম্বর ব্যাংক কর্মকর্তা পরিচয়ে কাম্বলিকে ফোন করেন সেই প্রতারক। তাঁর অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ করার কথা জানান। এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘সেই প্রতারকের কথা অনুযায়ী কাম্বলি একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপের সহায়তায় কাম্বলির ফোনের যাবতীয় তথ্য পৌঁছে যায় জালিয়াতের কাছে। ফোনের দখল নেওয়ার পর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লেনদেনের সময় ওয়ান টাইম পাসওয়ার্ডও (OTP) পেয়ে যান সেই ব্যক্তি।’ 

সেখান থেকে অ্যাকাউন্টে থাকা সব টাকা গায়েব করে দেন সেই প্রতারক। প্রতারণার শিকার বুঝতে পেরে তৎক্ষণাৎ ব্যাংকে জানিয়ে অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্লক করেন কাম্বলি। ব্যাংক ও সাইবার পুলিশের সহায়তায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত পান তিনি। কাম্বলির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোন অ্যাকাউন্টে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে সাইবার পুলিশ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ