শ্রীলঙ্কায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্যেই চলছে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কা সফরে এসে প্যাট কামিন্সরাও এর ফল ভোগ করছেন। কামিন্স তাঁর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিন সতীর্থকে নিয়ে রেস্তোরাঁয় খেতে বসেছেন, অথচ সেখানে বিদ্যুৎ নেই।
রেস্তোরাঁয় খেতে বসে এমন বেকায়দায় পড়েও কামিন্সদের মুখে বিরক্তির ছাপ নেই। ছবির ক্যাপশনেও লিখেছেন, ‘শ্রীলঙ্কা এই মুহূর্তে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এখানকার মানুষগুলো অসাধারণ, আমরা এখানে আসতে পেরে কৃতজ্ঞ।’ কামিন্স আজকে টুইটারে বিষয়টি জানালেও ঘটনাটি এই সপ্তাহের শুরুর দিকে। অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়ক জানিয়েছেন, তাঁরা একটি রেস্তোরাঁয় রাতের খাবার খেতে বসেছিলেন। কিন্তু বিদ্যুৎ না থাকায় খাবারের টেবিলে বসে তাঁদের অপেক্ষা করতে হয়েছে।
শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক সংকটেও অস্ট্রেলিয়া মুখ ফিরিয়ে না নিয়ে সফরে এসেছে। এমনকি খেলতে এসে এমন বিপাকে পড়েও হাসিমুখেই সব মেনে নিচ্ছে। অধিকন্তু শ্রীলঙ্কার মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আরও কিছুদিন কামিন্স-ম্যাক্সওয়েলদের এই দুর্ভোগ পোহাতে হবে। কারণ ওয়ানডে সিরিজের পর আছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পঞ্চম ও শেষটি দিয়ে ওয়ানডে সিরিজ অবশ্য আজই শেষ, যেখানে আগের চারটির তিনটি হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খুইয়েছে অস্ট্রেলিয়া।