হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ে বাংলাদেশ, তবে আকাশের মন ভালো নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

বাংলাদেশ সফরে টানা পঞ্চম ম্যাচে টস জিতল আয়ারল্যান্ড। আগের চারবারের মতো চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে তারা। টসের পর তড়িঘড়ি করে ড্রেসিংরুমে ঢুকে যান পল স্টার্লিং ও সাকিব আল হাসান। কারণ আজকে আকাশের মন ভালো নেই। 

সকাল থেকেই ঘন অন্ধকার চট্টগ্রামের আকাশে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসের কয়েক মিনিট পরই নেমেছে ঝুমবৃষ্টি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে। 

তিন ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে আইরিশদের ২২ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা। সাকিব আল হাসানদের সুযোগ ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করার। এই সফরে এখনো জয়ের দেখা পায়নি আয়ারল্যান্ড। সিরিজ বাঁচাতে আজ জয়ই তাদের একমাত্র উপায়।

তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডারে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করছেন পল স্টার্লিং। 

বাংলাদেশ দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

আয়ারল্যান্ড দল: 
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়াং।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড