হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

ক্রীড়া ডেস্ক    

এশিয়া কাপের ফাইনালে আজ লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

এই এশিয়া কাপেই দুবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। আজকের ফাইনালেও তারা ফেবারিট। ফাইনাল স্রেফ নতুন আরেকটি ম্যাচ। এখানে পূর্ব লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে থাকাটা কাজে আসে না। দিনের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে মাচের ফল। আর ফাইনালটা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর, ব্যাট বলের লড়াই ছাপিয়ে সেটি হয়ে যায় মর্যাদার লড়াই। দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতা যোগ করে নতুন মাত্রা। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে দুই দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার রেশ এবারের এশিয়া কাপেও। পরস্পরের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করা, চোখাচোখি না হওয়ার সঙ্গে সাহিবজাদা ফারহান ও হারিস রউফদের ‘একে ৪৭’ এবং ‘প্লেন ক্র্যাশ’ সেলিব্রেশন—সব মিলিয়ে ফাইনালকে ঘিরে উত্তেজনার একটা দারুণ আবহ। ফাইনালে ব্যাট বলের লড়াইয়ে সেই উত্তেজনাটা থাকলেই হয়!

গুগলের সুপার কম্পিউটার জেমিনির বলছে

‘ভারত-পাকিস্তান ফাইনালের ফল নিয়ে পূর্বানুমান করা খুবই কঠিন। কারণ, চাপ আর দ্বৈরথের ব্যাপারটা প্রায়ই অপ্রত্যাশিত ফলাফলের দিকে নিয়ে যায়। তবে চলতি এশিয়া কাপে দুই দলের পারফরম্যান্স ও বিশেষজ্ঞের বিশ্লেষনের ফল—ভারতই সম্ভাব্য বিজয়ী।’

চ্যাটজিপিটি বলছে

ফর্ম, ভারসাম্য আর সামগ্রিক শক্তিমত্ত্বা বিবেচনায় আমার পূর্বানুমান হলো—২০২৫ এশিয়া কাপের ফাইনাল জিতবে ভারত। ছন্দে থাকা ভারতের ব্যাটিংয়ে যেমন আছে গভীরতা, তেমনি বোলিংয়েও আছে বৈচিত্র্য। সম্ভাবনার হিসেবে বললে ভারতের জয়ের সম্ভাবনা ৬০-৭০ শতাংশ, পাকিস্তানের ৩০-৪০ শতাংশ।

আরও খবর পড়ুন:

৩ ফিফটিতে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দিন

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ