হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে কী বলল ফিফা

ক্রীড়া ডেস্ক    

সিঙ্গাপুর ম্যাচে গোলের পর এভাবেই উদযাপন করেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’। ফিফার এই পোস্টে অনেকেই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। ভক্ত-সমর্থকদের কেউ আবার সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ঝলক দেখাবে বলে প্রত্যাশা করছেন।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন, যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।

ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শক। তিন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাঁদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা। এ কারণে সিঙ্গাপুর ম্যাচে হামজা-জামালদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস) মোতায়েন করা হবে। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শমিত শোমের অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে।

আরও পড়ুন:

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক