হোম > খেলা > ক্রিকেট

ক্যাচ মিসের খেসারত দিচ্ছে বাংলাদেশ, জর্জির সেঞ্চুরি

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ আফ্রিকার ইনিংসের সপ্তম ওভারের প্রথম বলের ঘটনা। হাসান মাহমুদের বলে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ক্যাচ মিস হাতছাড়া করেন। ব্যক্তিগত ৬ রানে জীবন পাওয়া টনি দে জর্জি এখন ছুটছেন আপন গতিতে। বাংলাদেশের ওপর সফরকারীরা চাপিয়ে দিচ্ছে রানের পাহাড়।

ফিফটির পর আরও এক দফা জীবন পেলেন দে জর্জি। ব্যাটিং বান্ধব উইকেটে এভাবে একের পর এক সুযোগ পেলে সেগুলো কি কেউ হাতছাড়া করতে পারেন? দে জর্জিও বাংলাদেশের থেকে পাওয়া সুযোগগুলো মুঠোভরে লুফে নিচ্ছেন। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার এই বাঁহাতি ব্যাটার তুলে নিয়েছেন চা পানের বিরতির আগেই। প্রোটিয়ারা ৫৬ ওভারে ১ উইকেটে ২০৫ রানে দ্বিতীয় সেশনের খেলা শেষ করেছে।

জীবন পেয়ে সেগুলো দুই হাত ভরে লুফে নিচ্ছেন টনি দে জর্জি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন। ছবি: ক্রিকইনফো

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ব্যাটিংবান্ধব উইকেটে দলীয় ২৫ রানেই প্রোটিয়ারা প্রথম উইকেট হারাতে পারত। তবে টেস্টে অভিষিক্ত অঙ্কন উইকেটের পেছনে ক্যাচ মিস করায় সেই সুযোগ হারায় বাংলাদেশ।

ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে সাবলীলভাবে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন মার্করাম ও দে জর্জি। তবে তাঁদের আর জুটিটা বড় করতে দেননি অভিজ্ঞ তাইজুল ইসলাম। ১৭ ওভারের প্রথম বলে তাইজুল ফিরিয়েছেন মার্করামকে। প্রোটিয়া অধিনায়ক ৩৩ রানে ফিরেছেন মিড অনে দাঁড়িয়ে থাকা মুমিনুল হককে ক্যাচ দিয়ে।

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার