হোম > রাজনীতি

নভেম্বরের মাঝামাঝিতে তফসিল, জানালেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিকেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি বা তার আগে হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার ওসমানী মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে জানুয়ারিতে। নভেম্বরে নির্বাচনের ট্রেন ছেড়ে দেবে, মিস করলে পিছিয়ে পড়বেন। কারও জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’ 

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কাদের বলেন, ‘সংবিধানকে যারা কচুকাটা করেছে, তারাই এখন সংবিধান মানে না। অস্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাদ দিয়েছেন। আওয়ামী লীগ বাদ দেয়নি। যে জিনিস নাই, সেটা দাবি করছে বিএনপি। এ দেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। এই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। কারও জন্য নির্বাচন আটকে থাকবে না। কেউ আসুক আর না আসুক, তার জন্য অপেক্ষা করা হবে না।’ 

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অবরোধ আর দখলের হুমকি দিয়ে বিএনপির সেই খায়েশ পূরণ হবে না। জ্বালাও-পোড়াওয়ের হুমকি আসছে। এ থেকে পরিত্রাণ পেতে একজনই আছেন, তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
 
সড়ক পরিবহন আইনের সংশোধনের বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আইন পরিবর্তন করার কি সময় আছে? জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে যারাই নির্বাচনে আসে, সংযোজন-বিয়োজন ও সংশোধন বিবেচনা করতে পারবে। এসব বিষয় আপাতত মুলতবি রাখতে হবে।’

দাবিগুলো ন্যায় ও যুক্তিসংগত হলেও এখন কিছু করা যাবে না মন্তব্য করে কাদের বলেন, ‘আমি পারফেক্ট মানুষ এ দাবি করব না। ভুলত্রুটি হতে পারে। ভালো করতে চেষ্টা করেছি, দুর্নীতি কমাতে চেষ্টা করেছি। টেন্ডার-বাণিজ্য, বদলি-বাণিজ্য বন্ধ করতে পেরেছি।’

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকা শহরকে ইউরোপের মতো লাগে বলে মন্তব্য করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আর আমাদের গাড়িগুলোর দিকে যখন তাকাই, মনে হয় গরিব গরিব চেহারা। এটা তো বাংলাদেশ না। ওপর থেকে মনে হয় ইউরোপ আর নামলে এ কোন বাংলাদেশ! ঢাকা শহরে মুড়ির টিনগুলো (বাস) চলছে। আল্লাহর নামে চলিলাম। গাড়ির গায়ে লেখা আল্লাহর নামে চলিলাম। আর যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের ওপর চলে যায়। এই হইল অবস্থা।’ 

মালিক সমিতির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের আজ যে হাইট, সেই হাইটের সঙ্গে এটি মানায় না। আমাদের গ্রামগুলোতে ঢাকা শহরের চেয়ে ভালো বাস চলে। তাহলে ঢাকা সিটিতে কেন চলবে না? আপনারা বন্ধ না করলে আমি কি এগুলো বন্ধ করতে পারব? অসুস্থতার পর আমি ভিজিট করতে পারিনি। কিন্তু অসুস্থতার আগে আমি রাত ১২টা পর্যন্ত ভিজিট করেছি।’
 
২০১৭ সাল থেকে প্রতিবছরের ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয়। সরকারি কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে থাকে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে বিএনপির দুই দিনের কর্মসূচি

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল