হোম > রাজনীতি

হাইকোর্টে আবেদনের পর মেজর হাফিজকে ভারতে যেতে দিল ইমিগ্রেশন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারতে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি।
 
গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ ভারতে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশনে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। সেদিন তাঁর স্ত্রী দিল্লি গিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে মেজর হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে।

এ আগে মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। 

পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’ 

পরে গতকাল বুধবার বিদেশে যাওয়া ও ফিরে আসার অনুমতি দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। 

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

পাক বাহিনীর হয়ে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে কারা তুলে নিয়ে গিয়েছিল, ভালো করেই জানি: মির্জা ফখরুল

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, ভারতীয়রাই হত্যা করেছিল: গোলাম পরওয়ার

বিজয় দিবসে বিএনপির দুই দিনের কর্মসূচি

স্বাধীনতাবিরোধী শক্তি ভোল পাল্টে নতুন দেশ গড়ার ভাব দেখাচ্ছে: মির্জা ফখরুল

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই ‘টার্গেটেড কিলিং’: নাহিদ ইসলাম

নির্বাচন বানচাল ও গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং: নাহিদ ইসলাম

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপি নেতা মোশাররফ

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

এআই দিয়ে তৈরি ছবি বুঝতে না পারায় দুঃখ প্রকাশ করলেন রিজভী