হোম > রাজনীতি

তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণ নয়, অর্থ লুণ্ঠন ও পাচারকারীদের স্বার্থ প্রাধান্য পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কারণে এই সরকারকে লুটেরা, চোর-ডাকাতের সরকার হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘যারা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল, বিদেশে অর্থ পাচার করল পিকে হালদারের মতো, তারা টাকা ফেরত আনতে পারবে। কেউ কোনো প্রশ্ন করতে পারবে না। তাহলে এই সরকার, যারা এই বাজেট দিয়েছে, তারা কি সাধারণ মানুষের সরকার? তারা লুটেরা, চোর-ডাকাতের সরকার।’

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কোন বাজেট, কার বাজেট, কারা বাজেট দিয়েছে? জনগণের বাজেট দেওয়ার কোনো এখতিয়ার তাদের (সরকার) নেই। গত ১৫ বছরে তারা প্রমাণ করেছে, তারা বাংলাদেশের মানুষের শত্রু। এরা এখন জনগণের শত্রু, এরা এখন গণশত্রুতে পরিণত হয়েছে।’ 

বাজেটে জনপ্রশাসনে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ারও সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘আজকে বাজেটে দেখবেন সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসনে। জনপ্রশাসন হচ্ছে পুলিশ, ম্যাজিস্ট্রেট, ডিসি, ইউএনও। ওদের বেতন বাড়াচ্ছেন, ওদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াচ্ছেন। জনগণের পকেট থেকে টাকা নিয়ে এটা করছেন।’ 

গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘যখন মানুষ চাল-ডাল, তেল-নুন কিনতেই হিমশিম খাচ্ছে, তখন আবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে গ্যাসের দাম বাড়িয়েছে। এর অর্থ হচ্ছে, এই সরকারের মানুষের প্রতি কোনো ভালোবাসা নেই।’

একাত্তরের শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায়: মির্জা ফখরুল

নির্বাচনে কারিগরি ষড়যন্ত্র জনগণ হতে দেবে না: ডা. শফিকুর রহমান

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আলবদর ও আলশামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক