হোম > রাজনীতি

ভেঙে পড়ল বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ

ঢাবি প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশ। নেতা-কর্মীদের ভারে সমাবেশের মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এ কারণে সমাবেশ শুরু হতেও দেরি হয়। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বেলা ৩টায়।

সমাবেশস্থল থেকে নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও অবিলম্বে শেখ হাসিনা সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন। সকাল থেকে মিছিল ও স্লোগান নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও ফরিদপুর এলাকার নেতা-কর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে উঠে সমাবেশস্থল।

যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সঞ্চালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

তরুণ ভোটারদের উজ্জীবিত করতেই রাজধানীসহ দেশের ছয়টি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচি ঘোষণা করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এর মধ্যে গত ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট ও ১৭ জুলাই খুলনায় ‘তারুণ্যের সমাবেশ’ হয়েছে। আজ সোহরাওয়ার্দী উদ্যানের এ সমাবেশের মাধ্যমে শেষ হবে বিএনপির তারুণ্যের সমাবেশের কর্মসূচি।

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

অবশেষে মায়ের শয্যাপাশে ছেলে

ভোটের পথে মিলতে যাচ্ছে জামায়াত ও এনসিপি

সবাই মিলে গড়ব দেশ—দেশে ফিরে প্রত্যয়ী তারেক রহমান

জুমার পর বাবার কবর জিয়ারত করে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান

হাদি হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ৯ জানুয়ারি

তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: হাসনাত আবদুল্লাহ

স্ত্রী-কন্যাকে নিয়ে মায়ের পাশে তারেক রহমানের দেড় ঘণ্টা

আগামীকাল ৩০০ ফুট-এয়ারপোর্ট রোডে বর্জ্য অপসারণ করবে বিএনপি

তারেক রহমানের দেশে ফেরাকে যেভাবে দেখছে বিশ্ব গণমাধ্যম