হোম > রাজনীতি

জাতীয় পার্টি কারও জোটে নেই, জোটে যেতে অঙ্গীকারও করেনি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি (জাপা) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি কারও জোটে নেই, কারও জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি।

আজ বুধবার বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে চুন্নু এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপস করবে না। তাই তিন শ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

সভায় ১১৬ আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা গণকমিশনের অভিযোগের সমালোচনা করেন চুন্নু। গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই দাবি করে কে বা কারা এবং কেন এই গণকমিশন সৃষ্টি করেছে, তা খতিয়ে দেখতে সরকারকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে গণকমিশনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে দুদকের কাছেও আহ্বান জানান জাপার মহাসচিব। তিনি বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই গণকমিশন কাজ করছে।’

সভায় অন্যদের মধ্যে জাপার অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য দেন।

নির্বাচনে অংশ নেবেন না আসিফ মাহমুদ

এনসিপিতে আসিফ মাহমুদ, হলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান

‘আমরা নতুন করে শুরু করব’, কী বোঝালেন মাহফুজ আলম

ঢাকা-৮ আসনে নাসীরুদ্দীনকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী হেলাল উদ্দিন

অবশেষে এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নাসীরুদ্দীন

প্রয়োজনীয়সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করেছেন তাসনিম জারা

এবারের নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে: তাহের

জেপির মঞ্জুর পর নির্বাচন বর্জন করলেন রুহুল আমিন হাওলাদার ও ফিরোজ রশিদ

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি