হোম > রাজনীতি

জাতীয় পার্টি কারও জোটে নেই, জোটে যেতে অঙ্গীকারও করেনি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি (জাপা) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি কারও জোটে নেই, কারও জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি।

আজ বুধবার বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে চুন্নু এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপস করবে না। তাই তিন শ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

সভায় ১১৬ আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা গণকমিশনের অভিযোগের সমালোচনা করেন চুন্নু। গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই দাবি করে কে বা কারা এবং কেন এই গণকমিশন সৃষ্টি করেছে, তা খতিয়ে দেখতে সরকারকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে গণকমিশনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে দুদকের কাছেও আহ্বান জানান জাপার মহাসচিব। তিনি বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই গণকমিশন কাজ করছে।’

সভায় অন্যদের মধ্যে জাপার অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য দেন।

খালেদা জিয়ার প্রয়াণে ছায়ানট ও উদীচীর শোক প্রকাশ

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত