হোম > রাজনীতি

জাতীয় পার্টি কারও জোটে নেই, জোটে যেতে অঙ্গীকারও করেনি: চুন্নু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী নির্বাচনে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টি (জাপা) সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, জাতীয় পার্টি কারও জোটে নেই, কারও জোটে যেতে জাতীয় পার্টি অঙ্গীকারও করেনি।

আজ বুধবার বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর এক সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে চুন্নু এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের অধিকারের স্বার্থে কখনোই আপস করবে না। তাই তিন শ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।

সভায় ১১৬ আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা গণকমিশনের অভিযোগের সমালোচনা করেন চুন্নু। গণকমিশনের কোনো আইনি ভিত্তি নেই দাবি করে কে বা কারা এবং কেন এই গণকমিশন সৃষ্টি করেছে, তা খতিয়ে দেখতে সরকারকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে গণকমিশনের সঙ্গে জড়িত ব্যক্তিদের আয়-ব্যয় ও লেনদেন অনুসন্ধান করতে দুদকের কাছেও আহ্বান জানান জাপার মহাসচিব। তিনি বলেন, ‘দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। এমন বাস্তবতায় মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই গণকমিশন কাজ করছে।’

সভায় অন্যদের মধ্যে জাপার অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, আমির হোসেন ভূঁইয়া, বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জুসহ আরও অনেকে বক্তব্য দেন।

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান

হাদি হত্যার বিচার দাবিতে ৮ বিভাগীয় শহরে একযোগে অবরোধ ইনকিলাব মঞ্চের

জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না: সামান্তা শারমিন

খেলাপির তালিকায় নাম: হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আজ আপিল করবেন মান্না

নির্বাচনী সমঝোতা: জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে টালমাটাল এনসিপি

দিনভর ব্যস্ততা, বিকেলে শ্বশুরবাড়িতে তারেক

ভোটের রাজনীতি: বড় দলে বিলীন ছোটরা

জামায়াতের সঙ্গে সমঝোতার যে ব্যাখ্যা দিলেন আখতার

তারেক রহমানকে ‘কটূক্তি’ করা ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে বলল বিএনপি

জটিল ও সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: এ জেড এম জাহিদ