চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে গুম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। বিবৃতিতে অবিলম্বে সাইফকে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি।
বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত সোমবার চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গেলে সাইফকে পাঁচলাইশ থানার পুলিশ তুলে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে এখনো পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনা আতঙ্কজনক। সাইফকে এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত। এর আগেও তাঁকে হত্যার উদ্দেশ্যে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে দুই রাউন্ড গুলি করে। তাতে তিনি চিরতরে পঙ্গু হয়ে যান। আবারও তাঁকে একই কায়দায় আটক এবং তাঁর কোনো সন্ধান না পাওয়া গভীর উদ্বেগজনক।’
সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা আড়াল করতে এবং ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই বিরোধী দল ও মতকে দমনে এখন আরও হিংস্র রূপ ধারণ করেছে সরকার।’
সাইফ পুলিশের কাছেই আছেন এমন দাবি করে অবিলম্বে তাঁর সন্ধান চান মির্জা ফখরুল।