হোম > রাজনীতি

এই সংবিধানের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘একটি জাতির সংবিধান সেই জাতির আত্মজীবনী। বাংলাদেশের সংবিধান শেখ হাসিনার আত্মজীবনী। অতএব এই সংবিধান দিয়ে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়।’ জাতীয় প্রেসক্লাবে আজ মঙ্গলবার দুপুরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিরপেক্ষ নির্বাচন ও চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে নিরুদ্দেশ করে দিয়ে আপনি (শেখ হাসিনা) আবারও একটি নিশিরাতের ভোট ডাকাতির আয়োজন করছেন। এ জন্য আপনার আদরের লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছেন। সেই নির্বাচন কমিশন প্রথম প্রথম বলেছে, সব রাজনৈতিক দল নির্বাচন করবে। আবার এখন বলছে সংবিধানের বাইরে যেতে পারবে না। বাংলাদেশের সংবিধান তো শেখ হাসিনার দরজির মতো কেটে নেওয়া সংবিধান। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, একটি সংবিধান একটি জাতির আত্মজীবনী। বাংলাদেশের সংবিধান তো শেখ হাসিনার আত্মজীবনী। অতএব এই সংবিধান দিয়ে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। আর সেই সংবিধানের কথা যখন প্রধান নির্বাচন কমিশনার বলেন, তখন বুঝতে হবে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নে প্রধান নির্বাচন কমিশনার কাজ করছেন।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আজকে যদি দেশের জবাবদিহি থাকত, তাহলে দেশে অনেক কিছুই ঘটত না। জবাবদিহি না থাকায় এ দেশের মন্ত্রীরা কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রাখে। ভোটের ব্যবস্থাকে তারা কবরস্থ করেছে। জনগণ খেলো কি বাঁচল, এতে তাদের কোনো আসে যায় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পায়রা বন্দর উদ্বোধন প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমি নিশ্চিত করেছি বাড়িতে বাড়িতে আলো পৌঁছে দেওয়ার। প্রধানমন্ত্রী আপনি জানেন না, চাল, ডাল, আলু কিনতে না পেরে ওই ক্ষুধার্ত মা যখন সন্তান বিক্রি করে, তখন সে তার চোখে আলো না দেখে গভীর অন্ধকার দেখে। আপনি সেই অন্ধকার দেখেননি, তাই আপনি গোটা জাতিকে নিয়ে মশকরা করছেন। আর বলছেন, ঘরে ঘরে আপনি আলো জ্বালানোর ব্যবস্থা করেছেন, বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছেন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে রিজভী বলেন, ‘আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় গুম-খুন কমেছে। কিন্তু গতকাল একটি অনলাইন টক শোতে দেখলাম, বিশেষজ্ঞরা বলছেন, গুম-খুন আবার বেড়ে গেছে এবং নির্বাচনের আগে আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এটা কোনো বিরোধী রাজনৈতিক দলের বক্তব্য নয়, এটা দেশের বিশেষজ্ঞদের মত। এই যে ভয়াবহ আভাস দিচ্ছেন দেশের বিশেষজ্ঞ বুদ্ধিজীবীরা, এটা শুনেই তো গোটা জাতির মধ্যে অন্ধকার তৈরি হয়েছে। আপনার (সরকার) এই পায়রা বন্দর দিয়ে জনগণের ভেতরে গুম-খুনের যে অন্ধকার সৃষ্টি হয়েছে, তা কীভাবে দূর করবেন প্রধানমন্ত্রী?’ 

তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না: বজলুর রশীদ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ