হোম > রাজনীতি

ওবায়দুল কাদের হাসপাতালে ভর্তি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।  

হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুই দিন হলো হালকা জ্বরে ভুগছিলেন তিনি। এ ছাড়া তাঁর ফুসফুসে পানি জমেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি এখন ৩১২ নম্বর কেবিনে আছেন বলে জানিয়েছে সূত্রটি।  

এ বিষয়ে সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরকে নিয়ে যাওয়া হয় তাঁর রুটিন চেকআপের জন্য। করোনার বুস্টার ডোজ নেওয়ার পর তাঁর শরীরে সামান্য জ্বর আসে। এ অবস্থায় তাঁকে আজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁর রুটিন চেকআপ চলছে। 

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে এবং নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সকালে ভর্তি হয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা এবং হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য জোর পরামর্শ দিয়েছে।

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা জানাল জাপা

দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে: ছাত্রশিবির

হাদির ওপর হামলা অশনিসংকেত: মির্জা ফখরুল

হাদির ওপর হামলায় কে কী বললেন

ফ্যাসিবাদের দোসরেরা নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত হয়েছে: গণতান্ত্রিক সংস্কার জোট

প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার

হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা তারেক রহমানের

হাদিকে গুলি গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরাসরি আঘাত: এনসিপি

হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ