হোম > রাজনীতি

‘এই সরকারের অধীনে নির্বাচনে যেতে মানা করেছেন খালেদা জিয়া’ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের অধীনে কোনো অবস্থাতেই নির্বাচনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে চলমান সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে দেখে এসে সাংবাদিকদের এ কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। ৯ আগস্ট থেকে এই হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কোনো অবস্থাতেই এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না, এটা উনি দৃঢ়ভাবে বলেছেন। আমরা যে আন্দোলন করছি সেটা বলেছি। সামনের মাস থেকে আন্দোলন জোরালো করব, সেটাও বলেছি। আন্দোলনের প্রতি তাঁর সমর্থন আছে।’

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। এর কোনো বিকল্প নাই। চিকিৎসকেরা আমাদের জানিয়েছেন, বিদেশে নিয়ে গিয়ে তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে। তাঁর বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারের কাছে আমরা জোর আহ্বান জানাচ্ছি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘দেশকে বাঁচাতে আন্দোলন করতে হবে। সবাই মিলে এই আন্দোলন করতে হবে, বিএনপি চেয়ারপারসন এটা বলেছেন।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতি খালেদা জিয়াকে জানানো হয়েছে। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করতে হবে এবং দেশটাকে বাঁচাতে হবে।’

পেশা ও টক শো থেকে ফুয়াদের আয় ৭ লাখ

রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদি হত্যাকাণ্ড

ওসমান হাদি খুনের সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ

তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা

জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট

নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপির ভাবনা কী, জানতে চেয়েছে ইইউ: নজরুল ইসলাম খান

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন ইইউ রাষ্ট্রদূত

আমেরিকায় ডাক্তার-ইঞ্জিনিয়ারও ট্যাক্সি চালান, বাংলাদেশেও এমন সমাজ প্রতিষ্ঠা করতে হবে: রিজভী

ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চলছে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ