হোম > রাজনীতি

মাগুরায় বিএনপির লোকজনের হামলায় আ.লীগ নেতা গুরুতর জখম

মাগুরা প্রতিনিধি 

প্রতীকী ছবি

মাগুরায় বিএনপির লোকজনের হামলায় আওয়ামী লীগের এক নেতা গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত মাহফুজুর রহমান তুষার (৬০) শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি দাইরপোল থেকে রিকশা-ভ্যানে করে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ৮-১০ জন ধারালো দা এবং লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে জখম করে রাস্তায় ফেলে গেলে পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে।

মাহফুজুরের ভাই মিয়া মোখলেছুর রহমান দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের কারণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলমের ভাতিজা রাজিনের নেতৃত্বে সুরুজ, কুদ্দুসসহ ৮-১০ জন এই হামলা চালান। মোখলেছুর এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানতে চাইলে আশরাফুল বলেন, ‘রাজনৈতিক বিরোধের কারণে তাঁর (মাহফুজুর) ওপর হামলা হতে পারে। তবে সেখানে আমার পরিবারের ঘনিষ্ঠ কেউ উপস্থিত ছিল না।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলি বলেন, ‘হামলার পর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত এর তদন্ত চলছে।’

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান

নির্বাচনের আগে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে: ইনকিলাব মঞ্চ

নিরাপত্তার ব্যবস্থা করুন, ওসমান হাদির অবস্থা যাতে আর কারও না হয়: আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের ওপর আঘাত, এক হওয়ার সময় এসেছে: মির্জা ফখরুল

প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে: নাহিদ ইসলাম

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

হাদিকে কারা হত্যা করেছে, জনগণের বুঝতে বাকি নেই: গোলাম পরওয়ার

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার