বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। আজ সোমবার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। এ বিষয়ে আইনি জটিলতা রয়েছে। সে জন্য প্রস্তাবটি আইন মন্ত্রণালয় পাঠানো হয়েছিল। সেখান থেকে যে মতামত এসেছে তা তাদের (খালেদা জিয়ার পরিবার) পক্ষে আসেনি। এখন এ বিষয়ে আর কিছু করণীয় নেই।’
এ সিদ্ধান্ত কি খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেওয়া হবে কি না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওনারা যদি জানতে চান আমরা অবশ্যই জানিয়ে দেব। তবে এরই মধ্যে উনি জেনে গেছেন। তাঁদের কোনো কিছু জানার থাকলে, কথা বলতে পারেন। কিন্তু সিদ্ধান্ত যেটা, সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই।’
বিএনপির আইনবিষয়ক সম্পাদক বলেছেন, ‘খালেদা জিয়াকে বিদেশ যেতে না দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে।’ এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট তো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।’