হোম > রাজনীতি

তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে সরকারকে কঠোর হুঁশিয়ারি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত হওয়ার আহ্বান জানিয়ে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সরকারের উদ্দেশে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এরা (সরকার) জনগণের দাবি উপেক্ষা করে একতরফা নির্বাচন করার জন্য উন্মাদ, উদ্‌ভ্রান্ত হয়ে গেছে।’

আজ মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে তফসিল দেওয়ার পাঁয়তারা শুরু করেছে। আমরা কঠোর ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই, এই তফসিল নাটক বন্ধ করুন। আগে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিন, এই দলদাস নির্বাচন কমিশন বাতিল করুন।’ 

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী নয়। তারা প্রতিপক্ষের বিরুদ্ধে জুলুম ও নিষ্ঠুরতা নামিয়ে আনে। কিন্তু জবরদস্তি দুঃশাসন যেকোনো মুহূর্তে উল্টে যেতে পারে, সেটি আওয়ামী লীগ কখনোই চিন্তা করে না।’

বুধবার থেকে শুরু হতে যাওয়া ৪৮ ঘণ্টার অবরোধ সফল করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা বলেন, ‘জাতির কাছে, দল ও সমমনা জোটের নেতা-কর্মীদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, বুধবার ভোর ৬টা থেকে যে অবরোধ শুরু হবে, সেটি সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য, শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করবেন এবং এটিকে সফল করবেন।’

সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৪২০ জনের অধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ সময় ১১টি মামলা ও ১ হাজার ৩৫০ জনের অধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

রিজভী বলেন, ‘কয়েক দিন ধরে লাগাতার সহিংস হুংকারে দেশের গণতন্ত্রকামী প্রতিটি মানুষ চরম আতঙ্কে পতিত হয়েছে। ইতিহাস এই সাক্ষ্য দেয় যে আগুন-সন্ত্রাস, ধ্বংসযজ্ঞ, গুম-খুন-ভাঙচুর-সহিংসতার আঁতুড়ঘর আওয়ামী লীগ। আওয়ামী দুঃশাসনে পিষ্ট প্রতিবাদী মানুষকে নিশ্চিহ্ন এবং শান্তিপূর্ণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করতে বরাবরই দলীয় ও রাষ্ট্রশক্তিকে দিয়ে সন্ত্রাস-নাশকতা চালিয়ে আসছে। অগ্নিসন্ত্রাস শব্দটিকে ব্যবহার করে বিএনপির ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে।’ 

রিজভী বলেন, ‘অপরাধ করে তারা, আর চাপিয়ে দেয় বিএনপির লোকজনের ওপর। এই পলিসিটা তারা অনেক দিন ধরে নিয়েছে, অনেক দিন ধরে এই পলিসিটা তাদের রাজনৈতিক অ্যাজেন্ডার অনুষঙ্গ হিসেবে আমরা দেখতে পাই। কেবল বাংলাদেশ নয়, এখন গোটা পৃথিবীবাসী জানে, আগুন দিয়ে গাড়ি পোড়ানো, সহিংসতা, গানপাউডার দিয়ে, লগি-বইঠা দিয়ে মানুষ হত্যার মূল পরিকল্পনাকারী আওয়ামী লীগ। এবারও এক দফার সংগ্রাম বানচাল করতে পুলিশের প্রটেকশনে আগুন-সন্ত্রাসে আওয়ামী ক্যাডারদের অংশগ্রহণ দৃশ্যমান। যেমনটা তারা ২০১৩, ১৪ ও ১৫ সালে করেছে, বিভিন্ন সময় যেমন করেছে, বিভিন্ন সময়ে যেমন করেছে।’

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল