হোম > রাজনীতি

বিএনপির বক্তব্যে অসন্তুষ্ট জার্মান রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

জার্মানির রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যে উদ্বেগের তথ্য বিএনপি প্রকাশ করেছে তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টার। এ বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করলে আখিম ট্র্যোস্টার বলেন, ‘১৭ই মার্চ আমার উপ-রাষ্ট্রদূতের সঙ্গে চৌধুরী সাহেবের (আমীর খসরু মাহমুদ চৌধুরী) দাওয়াতে বিএনপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাই। বৈঠকটি এর থেকে বেশি কিছু নয়। যেহেতু আমি বাংলাদেশে জার্মানির দূত, তাই এখানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি।’ 

বৈঠকে বন্ধুসুলভ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে আশিম ট্র্যোস্টার বলেন, ‘আমাকে মহাসচিব যেভাবে উদ্ধৃত করেছেন তাতে আমি অসন্তুষ্ট। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেছি, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তবে বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। কোনো দেশই বিদেশি দূতদের দ্বারা সমালোচিত হতে চায় না। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করি, এখানকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য নই। অন্তত জনসম্মুখে তো নয়ই।’ 

আখিম ট্র‍্যোস্টার আরও বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণের বিষয়ে সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামেও এ নিয়ে আমাদের আলোচনা হয়।’ 
 
নির্বাচন নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপির কাছে আমার প্রশ্ন ছিল—কেন তাঁরা নির্বাচনে অংশ নেয়নি। তাঁরা বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছেন। জার্মানি শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।’ 

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে গেছে

খালেদা জিয়ার জন্য কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব

লন্ডন থেকে ঢাকার পথে জোবাইদা রহমান

বিএনপির নামে ২৮০০ সিসির ডিজেল ইঞ্জিন ‘হার্ড জিপ’ নিবন্ধন দিল বিআরটিএ

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় কিছুটা বিলম্ব হতে পারে

সীমান্তে দুই বাংলাদেশি হত্যা, এনসিপির নিন্দা

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন হাসনাত, জুনায়েদ ও সাদিক

ছাত্রদল নেতার বাড়িতে লুটপাট: শেখ হাসিনা, মহীউদ্দীনসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ঢাকার তিনটিসহ আরও ২৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা বাকি থাকল