হোম > রাজনীতি

টিসিবির পণ্য শেষ হয়, মানুষের লাইন শেষ হয় না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘সরকার মানুষের সঙ্গে অবিচার করছে। রমজানের শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। আমরা সরকারকে বারবার বলেছি, দেশের মানুষ কষ্টে আছে। সরকার আমাদের কথা বিশ্বাস করে না। এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না!’ 

আজ শনিবার বিকেলে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন। 

সরকারকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা বলছেন, দ্রব্যমূল্য কমছে এবং মানুষের আয় বেড়েছে। দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না। টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায়, কিন্তু মানুষের লাইন শেষ হয় না। অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরে যায়।’ 

টিসিবি দিয়ে এই বাস্তবতা মোকাবিলা করা সম্ভব হবে না–উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘পাঁচ থেকে ছয় কোটি মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষকে বাঁচাতে ২ কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে।’ 

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও সদস্যসচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন—জাপার কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

মিশে থাকবেন ধানের শীষে

মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতি নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

হাসপাতালে খালেদার শেষ দিনগুলো

দেড় দশকের ছায়াসঙ্গী ফাতেমা

ঘনিষ্ঠ সহযোদ্ধাদের স্মৃতিতে খালেদা জিয়া যেমন

মনোনয়নপত্র দাখিলে শীর্ষে বিএনপি, এরপর জামায়াত

হাদির মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা

খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারে না: রাশেদ খান