হোম > রাজনীতি

টিসিবির পণ্য শেষ হয়, মানুষের লাইন শেষ হয় না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় হতাশা প্রকাশ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘সরকার মানুষের সঙ্গে অবিচার করছে। রমজানের শুরুতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষের মাঝে হাহাকার উঠেছে। আমরা সরকারকে বারবার বলেছি, দেশের মানুষ কষ্টে আছে। সরকার আমাদের কথা বিশ্বাস করে না। এর চেয়ে দুর্ভাগ্য আর হতে পারে না!’ 

আজ শনিবার বিকেলে কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় যুব সংহতির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা পূর্ব এক সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন। 

সরকারকে উদ্দেশ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘সরকারি দলের নেতারা বলছেন, দ্রব্যমূল্য কমছে এবং মানুষের আয় বেড়েছে। দ্রব্যমূল্য দেখতে বাজারে যেতে হবে না। টিসিবির একটি ট্রাকের কাছে লাইন দেখুন। টিসিবির পণ্য শেষ হয়ে যায়, কিন্তু মানুষের লাইন শেষ হয় না। অনেকে সারা দিন লাইনে দাঁড়িয়ে পণ্য না পেয়ে খালি হাতে ঘরে ফিরে যায়।’ 

টিসিবি দিয়ে এই বাস্তবতা মোকাবিলা করা সম্ভব হবে না–উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘পাঁচ থেকে ছয় কোটি মানুষের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। দেশের মানুষকে বাঁচাতে ২ কোটি পরিবারকে রেশন কার্ড দিতে হবে।’ 

জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচএম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে ও সদস্যসচিব আহাদ ইউ চৌধুরী শাহিনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন—জাপার কো-চেয়ারম্যান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির প্রমুখ।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ