হোম > রাজনীতি

সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানাল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জাতীয় সম্মেলনে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে এই আমন্ত্রণ জানান আওয়ামী লীগের নেতারা।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়। বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তরের দায়িত্বে) সৈয়দ এমরান সালেহের কাছে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়।

বিএনপির কার্যালয়ের সামনে সায়েম খান সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি রাজনৈতিক সংগঠনকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বিএনপির কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান—বিএনপির এই তিনজনকে আমন্ত্রণ করেছি।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাসসহ শীর্ষস্থানীয় নেতাদের জেলে থাকা প্রসঙ্গে সাংবাদিকদের জবাবে সায়েম খান বলেন, ‘যাঁরা কারাগারে, সেটা আইনের বিষয়। তাই প্রতিনিধিত্বকারী বাইরে থাকা নেতাদের আমন্ত্রণ করেছি।’ 

সম্মেলনের আগের দিন বিএনপিকে আমন্ত্রণ জানানো হলো কেন, এর জবাবে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বলেন, ‘বৈশ্বিক সংকটের কারণে এবার আমাদের সবকিছু সাদামাটা। এবার আমরা স্বল্প সময়ে, অল্প অর্থ ব্যয়ে সম্মেলন সমাপ্ত করার চেষ্টা করছি। স্বল্প পরিসরে আমরা আমন্ত্রণপত্র বিলি করছি।’

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল