হোম > রাজনীতি

আমাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, বিএনপির সঙ্গে বৈঠক শেষে নুর

আজকের পত্রিকা ডেস্ক­

ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের মধ্যেই একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে বলে প্রত্যাশা করছে বিএনপি ও গণ অধিকার পরিষদ।

আজ সোমবার বিকেলে বিএনপির নেতাদের সঙ্গে গণ অধিকার পরিষদের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ প্রত্যাশার কথা জানান ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আর গণ অধিকার পরিষদের পক্ষে ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনীম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মানবাধিকার সম্পাদক খালিদ হাসান।

বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে সৃষ্ট প্রসঙ্গ, সরকারের সংস্কার কার্যক্রম, নির্বাচন কমিশন গঠন ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তাঁরা। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড আলোচনায় উঠে আসে।

বৈঠক শেষে নুরুল হক নুর বলেন, ‘বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি, তারা আগামী সরকার গঠিত হওয়ার আগপর্যন্ত বাংলাদেশ বিনির্মাণে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে চাই।’

নুর বলেন, ‘নতুন নতুন তাত্ত্বিক তৈরি হচ্ছে। কিছু মানুষ গণ-অভ্যুত্থানে সামনে ছিল বলে তারা যা ইচ্ছা তাই বলবে, আমরা সেটা মেনে নেব না। ৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠনের অবাধ সুযোগ ছিল, কিন্তু ছাত্ররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। অন্তর্বর্তী সরকার গঠনের ৩ মাসেও গণহত্যার সঙ্গে জড়িত ৩ হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই, আইনের মাধ্যমে গণহত্যায় জড়িত রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার দোসরদের নিষিদ্ধ করা হোক। ভবিষ্যতে যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হোক।’

তারেক রহমানকে সমবেদনা জানাতে গেলেন জামায়াত আমির

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

জামায়াতের সঙ্গে সমঝোতা: এবার এনসিপি ছাড়লেন মুশফিক উস সালেহীন

নির্বাচনী হলফনামা: মডেল মেঘনা পেশায় রাজনৈতিক প্রশিক্ষক, নেই গয়না-গাড়ি

এনসিপির আরও এক কেন্দ্রীয় নেতার পদত্যাগ

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলীয় প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

দেশের পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে মানুষ: মির্জা ফখরুল

জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ নিয়ে সংবাদ, ক্ষোভ প্রকাশ সারজিসের

ভারতের সঙ্গে ‘গোপন বৈঠক’ মর্মে সংবাদ, নিন্দা জামায়াত আমিরের