হোম > রাজনীতি

তফসিল প্রত্যাখ্যান করে হরতালের ঘোষণা বাম গণতান্ত্রিক জোটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে অর্ধবেলা হরতাল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

আজ বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের সভাপতি ইকবাল কবির জাহিদ। 

ইকবাল কবির জাহিদ বলেন, ‘নির্বাচন কমিশনার একতরফা নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা আগেই বলেছিলাম, একতরফা তফসিল ঘোষণা করা হলে আমরা সারা দেশে হরতাল পালন করব। একটু আগে নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছে। তাই আমরা আগামীকাল সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করব।’ 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সরকারের এই উদ্যোগ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে যে পরিস্থিতির উদ্ভব হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানাই।’ 

বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘কিশোরগঞ্জে এরই মধ্যে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে পুলিশ হামলা করেছে। আমরা এই হামলার নিন্দা জানাই। গাইবান্ধায় বাম জোটের নেতাদের ওপর সরকারি দলের গুন্ডা বাহিনী হামলা করেছে।’ 

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আবদুল আলী প্রমুখ।

রাঙামাটিতে বড় ফ্যাক্টর জেএসএস সমর্থকেরা

বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ