হোম > রাজনীতি

ভোটাধিকার কেড়ে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হয়: জুনায়েদ সাকি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ভোটাধিকার কেড়ে নিয়ে এখন মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আজ রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জুনায়েদ সাকি বলেন, ‘এত আত্মত্যাগ, এত রক্তের ওপর দাঁড়িয়ে থাকা আমাদের স্বাধীনতা, আমাদের রাষ্ট্র। এই রাষ্ট্রে ৫২ বছর পরে এসে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সেটিকে আবার মুক্তিযুদ্ধের চেতনা বলে জায়েজ করা হয়, উন্নয়ন দিয়ে জায়েজ করা হয়। অথচ সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস, তাদের জীবনে কিন্তু মুক্তি আসেনি বলে।’

জুনায়েদ সাকি আরও বলেন, ‘রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে অল্পসংখ্যক মানুষ ধন-সম্পদের মালিক হয়েছেন। তুলনায় যাঁরা সম্পদ সৃষ্টি করেন তাঁদের জীবন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। যারা আগে যে মানের জীবনযাপন করত, তাদের একই মানের জীবন যাপন করতে আরো বেশি শ্রম দিতে হচ্ছে। এই বস্তবতাই আমাদের এখানে তৈরি হয়েছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এখানে যে শাসনব্যবস্থা তৈরি হয়েছে, গঠনগত দিক দিয়ে তা স্বৈরাচারী।’

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, সম্পাদক মণ্ডলীর সদস্য জুলহাস নাইম বাবু, ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বাচ্চু মিয়া, আশুলিয়ার প্রধান সমন্বয়কারী এফ এম নুরুল ইসলাম, নির্বাহী সমন্বয়কারী রোকনুজ্জামান মনিসহ আরও অনেকে।

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ