সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ (৫৮)। সংগঠনটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নির্মল রঞ্জন গুহ স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি। তিনি বলেন, নির্মল রঞ্জন গুহের মোহমুক্ত নিবেদিতপ্রাণ রাজনৈতিক জীবন রাজনীতিকদের জন্য চির অনুপ্রেরণার।
শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাঁর স্ত্রী ও দুই ছেলেসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রক্তচাপ বেড়ে যাওয়ায় গত ১২ জুন শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয় নির্মল রঞ্জন গুহকে। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে।
২০১৯ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত সংগঠনটির তৃতীয় সম্মেলনে নির্মল রঞ্জন গুহ সভাপতি ও আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।