হোম > রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগস্ট মাসেই বাকশালের পতন হয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে উল্লেখ করেন তিনি। 

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে রায় বাতিলের দাবিতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন দুদু।

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না। এই আগস্ট মাসেই বাকশালের পতন হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, ‘তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে। একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে একটা ফরমায়েশি রায়ের মাধ্যমে খালেদা জিয়াকে ৫ বছর ধরে জেলে রেখেছে। এই সাজা দেশের মানুষ মানে না।’

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-তত্ত্ববিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সাধারণ সম্পাদক আসাদুল হকসহ অন্যরা।

‘জামায়াত কি জাতীয় পার্টির মত ভূমিকা পালন করবে’— সংশয়ে ইসলামী আন্দোলন, নতুন জোটের ইঙ্গিত

বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেওয়া হচ্ছে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে উসকানিমূলক কথাবার্তা বলছে: মির্জা আব্বাস

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি