হোম > রাজনীতি

নিউমার্কেটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার কারণ জানতে চায়‍ বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিউমার্কেট এলাকায় ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। কোন কৌশলের কারণে পুলিশের সদস্যরা ওই ঘটনায় নিষ্ক্রিয় ছিল, তা জানতে চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন প্রশ্ন তোলেন। দলের গুম-খুন হয়ে যাওয়া পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউমার্কেটের সংঘর্ষের ঘটনা উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, তাঁদের জিজ্ঞাসা করা হলে তাঁরা বলেছেন যে, স্ট্র্যাটেজিক কারণে আমরা নিষ্ক্রিয় ছিলাম। কোন স্ট্র্যাটেজির কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই কারণটা কি হচ্ছে যে, দেশে মানুষ নিহত হবে, এই স্ট্র্যাটেজির কারণে যে, একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে আবার মানুষকে বিভ্রান্ত করে অন্য খাতে প্রবাহিত করবে। কোন স্ট্র্যাটেজি থাকে, যখন বিএনপির ছোটখাটো একটা কর্মসূচিকেও প্রতিরোধ করার জন্য শত শত, হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে উপস্থিত হয়? কোন স্ট্র্যাটেজির কারণে বিএনপির মিছিলগুলোতে গুলি করে তোমরা স্তব্ধ করো? কোন স্ট্র্যাটেজির কারণে তোমরা হত্যা করে বিরোধী দলের যে আন্দোলন, সেই আন্দোলনকে তোমরা বন্ধ করতে চাও?’

মির্জা ফখরুল বলেন, ‘এই ব্যর্থ সরকার রাষ্ট্রকে ব্যর্থ করেছে। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখা দিয়েছে, কোনো জবাবদিহি নেই। আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না। চুরি করে, দুর্নীতি করে সেখানেও কোনো জবাবদিহি করতে হয় না।’ 

অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ঘোষণার প্রেস ব্রিফিং শেষ মুহূর্তে স্থগিত

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

বিএনপি সংস্কারের পক্ষে, আমরা ‘হ্যাঁ’ ভোট দেব: নজরুল ইসলাম খান

একটি দল বিশেষ উদ্দেশ্যে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান

জাপা, ১৪ দল ও এনডিএফের প্রার্থীদের মনোনয়ন বাতিল চায় ‘জুলাই ঐক্য’

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

রাজনীতিবিদেরা জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়: আমীর খসরু

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা