হোম > রাজনীতি

মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস তুলে ধরতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘আমি ছাড়া আর কেউ নেই’—এই নীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে আর সবার অবদানকে অস্বীকার করে ইতিহাসকে বিকৃত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্যই জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে আওয়ামী লীগ মানতে চায় না বলে তাঁর দাবি। এই অবস্থায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বিএনপি কাজ করছে বলে জানান তিনি। 

আজ শুক্রবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। স্বাধীনতা দিবস সামনে রেখে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। 

বর্তমান সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে বিএনপির মহাসচিব বলেন, ‘এই সরকার, যারা একতরফাভাবে ইতিহাস বিকৃত করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা ভ্রান্ত ইতিহাস তুলে ধরতে চায়, সেই জায়গায় আমাদের দায়িত্ব, রাজনৈতিক দল হিসেবে আমরা চেষ্টা করছি, যাতে করে একটা সত্য ইতিহাস তুলে ধরা যায়। একই সঙ্গে সমস্ত ঘটনা এবং এর পেছনে যাঁরা ছিলেন, তাঁদের সামনে আনার চেষ্টা করছি।’ 

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের একটা রসায়ন আছে। আমি ছাড়া আর কেউ নেই, এক এবং অদ্বিতীয়। সমস্যাটা ওই জায়গায়।’ 

রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি একজন ব্যক্তির শতবর্ষ পালনের অনুষ্ঠান। গোটা জাতিকে সেই অনুষ্ঠানগুলোতে সম্পৃক্ত করা হয়নি। সেখানে একতরফাভাবে অসত্য কিছু তথ্য সামনে আনা হয়েছে। যাঁদের অবদান আছে এই স্বাধীনতার সংগ্রামে, মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ বিসর্জনও দিয়েছেন, তাঁদের কিছু তুলে ধরা হয়নি।’ 

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ