হোম > রাজনীতি

ক্ষমতার শেষ সময়ে সরকার মরণ কামড় দিচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতার শেষ সময়ে এসে সরকার এখন মরণ কামড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনি নিহত হয়েছেন।

বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার প্রবল বাসনায় তার দলীয় সন্ত্রাসীদের পরিকল্পিতভাবে বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে ধারাবাহিকভাবে হত্যা, নির্যাতন ও চাপাতি দিয়ে কোপানোর কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের প্রত্যক্ষ মদদে তাদের পালিত সন্ত্রাসীরা একের পর এক বিএনপিসহ বিরোধী নেতা–কর্মীদের হত্যা করছে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে নির্মমভাবে হত্যা করা তারই একটি নারকীয় উদাহরণ মাত্র। ক্ষমতা হারানোর ভয়ে তাদের কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। তাই সহিংস রক্তপাতের মধ্য দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।’ 

বাংলাদেশের মাটিতে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সময় আর বেশি নাই। এই সরকারের পতন অবশ্যম্ভাবী। এই দেশকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে নির্বিচারে বিরোধী দলীয় নেতা–কর্মীসহ সকল বেআইনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।’ 

বদিউজ্জামান ধনির মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ্য করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

খালেদা জিয়াকে হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম খান

‘মা ঋণ নিয়ে থাকলে জানাবেন, পরিশোধ করব, কথায় আঘাত পেলে ক্ষমা চাচ্ছি’, জানাজায় তারেক রহমান

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দেন জয়শঙ্কর

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী খালেদা জিয়া

খালেদা জিয়ার জানাজা-দাফন ঘিরে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে, চলছে জানাজার প্রস্তুতি

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়