ঢাকা: ফের সিটি স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।
আজ মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গুলশানের ফিরোজা বাসা থেকে বের হয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পরে এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাঁকে হাসপাতালে নেওয়া হলো।
এরআগে গত ১৫ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তাঁর ব্যক্তিগত চিকিৎসকরা বলেন, সিটি স্ক্যানে খালেদা জিয়ার ফুসফুসে খুবই সামান্য সংক্রমণ হয়েছে। যা সত্যিকার অর্থে মাইল্ড পর্যায়েও পড়ে না। তাই খালেদা জিয়ার আগের ওষুধের সঙ্গে নতুন ওষুধ অ্যান্টিবায়োটিক যুক্ত করা হয়।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। পরে গত ২৪ এপ্রিল দ্বিতীয়বারের মতো করোনা পরীক্ষা করা হলে খালেদা জিয়ার করোনা পজিটিভ শনাক্ত হয়।