হোম > রাজনীতি

জামায়াতের অভিধানে ‘আঁতাত’ বলে কোনো শব্দ নেই, ভারপ্রাপ্ত আমিরের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের আঁতাতের অভিযোগকে নাকচ করে দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান। জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ বালখিল্য ছাড়া আর কিছু নয় বলেও দাবি করেন তিনি। 

আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের ভার্চুয়াল কর্মী সম্মেলনে মুজিবুর রহমান বলেন, ‘যে দলের শীর্ষ নেতারা ইসলামি আন্দোলন করার অপরাধে মাথা নত না করে ফাঁসির মঞ্চে শাহাদাত বরণ করেছেন, যেখানে গত ১৫ বছরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪৬ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে, ৫ হাজার নেতা-কর্মীকে পঙ্গু করা হয়েছে, প্রায় ১ লাখ নেতা-কর্মীকে গুরুতরভাবে আহত করা হয়েছে এবং বর্তমান আমির শফিকুর রহমানসহ শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘদিন যাবৎ কারাগারে আটক রাখা হয়েছে, এমনই এক ভয়াবহ নাজুক পরিস্থিতিতে কেউ কেউ জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা বলে বেড়াচ্ছেন। এটা বালখিল্য ছাড়া আর কিছুই নয়।’ 

জামায়াতে ইসলামী কখনো কারও সঙ্গে আপস কিংবা আঁতাতের রাজনীতি করে না দাবি করে মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর অভিধানে “আঁতাত” আর “আপস” বলে কোনো শব্দ নেই। জামায়াত দীর্ঘ ১০ বছর পর ঢাকায় একটা সমাবেশ করেছে, তাতেই যদি আঁতাত হয়ে যায়, তাহলে যারা প্রতিনিয়ত সমাবেশ করছেন, তাঁরাও কী সরকারের সঙ্গে আঁতাত করে চলেছেন? আসলে জনগণকে বিভ্রান্ত করার জন্যই এসব প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’ 

জামায়াত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে মুজিবুর রহমান আরও বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এর অর্থ এই নয় যে আমরা সরকারের পাতানো নির্বাচনে যাচ্ছি। আমরা শুধু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচনে যাব।’ 

ভার্চুয়াল কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুষ্টিয়া-যশোর জোন পরিচালক মোবারক হোসাইন, জেলা নায়েবে আমির আজিজুর রহমানসহ আরও অনেকে অংশ নেন।

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ইসিকে চাপ দেওয়া তারেক রহমানের ‘সেই পরিকল্পনা’র অংশ কি না—জানতে চান নাহিদ

নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে: তাহের

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

তারেক রহমানের সঙ্গে ১১ রাষ্ট্রদূতের বৈঠক

গণভোটের প্রচারণার বিপক্ষে অবস্থান নিয়েছে ইসি: নাহিদ ইসলাম

খেলাফত মজলিসের মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন

ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি স্থগিত

নির্বাচনী প্রচারণায় খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করছে বিএনপি, এনসিপির অভিযোগ