হোম > রাজনীতি

গাজীপুর সিটি নির্বাচন: ‘ব্যবসায়ীদের ভোগান্তি কমাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুরের ব্যবসায়ীরা বহুমুখী সমস্যায় জর্জরিত উল্লেখ করে সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হলে ব্যবসায়ীদের ভোগান্তি নিরসনে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান। 

আজ রোববার গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার ওয়ার্ডগুলোতে গণসংযোগকালে পথসভায় তিনি এ প্রতিশ্রুতির কথা বলেন। এ সময় তিনি ব্যবসায়ীদের ভোগান্তি দূর করতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর কথা জানান। 

গাজী আতাউর রহমান বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স দিয়ে ট্রেড লাইসেন্স নেওয়ার শর্ত দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীদের ১১ থেকে ১৪ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্সের কারণে ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্স গ্রহণ করতে নিরুৎসাহিত হচ্ছেন। এ পরিস্থিতিতে ব্যবসায়ীদের হোল্ডিং ট্যাক্স ৫ থেকে ৭ শতাংশে নামিয়ে এনে সিটি করপোরেশন এলাকায় ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেব ইনশা আল্লাহ।’  

বর্তমানে ট্রেড লাইসেন্স পেতে ব্যবসায়ীদের উৎকোচ গুনতে হয় জানিয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করব, ফলে ব্যবসায়ীদের আর উৎকোচ দিয়ে ট্রেড লাইসেন্স করতে হবে না। ব্যবসায়ীদের প্রশাসনিক হয়রানি করতে দেওয়া হবে না। সব সেবা দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা হবে।’  

গাজী আতাউর রহমান আরও বলেন, ‘এই সিটিতে অপরিকল্পিত শিল্পায়নের ফলে বহুমুখী সমস্যার সৃষ্টি হয়েছে। আমি ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে পরিকল্পিত শিল্পায়ন করব ইনশা আল্লাহ। শিল্প সেক্টরে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করব।’

তারেকের প্রত্যাবর্তন: ফেরার ঘোষণায় ব্যাপক উৎসাহ, লন্ডন-ঢাকা ফ্লাইটের টিকিট শেষ

‘সেপারেটিস্টদের’ আশ্রয়–প্রশ্রয় দিয়ে ভারত থেকে সেভেন সিস্টার্স আলাদা করে দেব: হাসনাত

আল-বদর ও আল-শামস নয়, বুদ্ধিজীবীদের হত্যা করেছে পার্শ্ববর্তী দেশ— জামায়াতের বুলি বিএনপি নেতার মুখে

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

২৪ শুধু ইতিহাসের অংশ নয়, এটি আমাদের কলিজার অংশ: জামায়াত আমির

অথর্ব কমিশনের অধীনে কোনো নির্বাচন সম্ভব না: নাহিদ ইসলাম

নির্বাচনের তারিখ ঘোষণা হলেও সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র থেমে নেই: তারেক রহমান

প্রার্থীদের বন্দুকের লাইসেন্স দিলে ‘আফ্রিকান সিনড্রোম’ দেখা দেবে: সাইফুল হক

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জাতীয় সংসদ নির্বাচন: আসিফ-মাহফুজকে ঘিরে এনসিপিতে নতুন সমীকরণ