প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এই বাজেট গরিব মারার বাজেট। গরিব মানুষের গলায় ছুরি দেওয়ার বাজেট। জনগণের রক্ত চুষে নেওয়ার বাজেট।’
আজ শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুস্থদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে এই বাজেট দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পানের দোকান থেকে শুরু করে সত্যিকারের ব্যবসায়ীদের কোনো স্বার্থ রক্ষা এই বাজেট দিয়ে হবে না।’
‘প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি হবে’—অর্থমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘এই বাজেট মহা জালিয়াতির বাজেট। এই বাজেট দিয়ে কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে না।’