হোম > রাজনীতি

জামায়াতের সঙ্গে এমন কোনো দূরত্ব নেই: নজরুল ইসলাম খান

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির এমন কোনো দূরত্ব নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে জামায়াতের কর্মকাণ্ড ও কিছু বক্তব্যে বিএনপি মনঃক্ষুণ্ন, সে বিষয়টি জানিয়েছেন তিনি।

আজ শুক্রবার জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বিএনপির বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের এসব কথা জানান। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমানও অংশ নেন। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্বে সমমনা জোটের আরও কয়েক নেতা এই বৈঠকে অংশ নেন।

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নজরুল ইসলাম খান বলেন, ‘এমন কোনো দূরত্বের কিছু নাই। তারাও (জামায়াত) গণতন্ত্র চায়, নির্বাচন চায়। তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে যে তারাই শুধু দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। কথাটা ঠিক না। আমরা সবাই দেশপ্রেমিক।’

তিনি আরও বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি। তারপরেও যদি বলা হয় যে আপনি যদি বলেন যে, আপনি শুধু দেশপ্রেমিক আর আপনার আরেক বন্ধু দেশপ্রেমিক, তাহলে আমাকে বাদ দিলেন না আপনি? এটা তো কষ্ট লাগার কথা। আশা করব যে এ রকম কথা আর কেউ না বলুক।’

নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। আমাদের আর জামায়াতের কর্মসূচিও একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব যে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবাই থাকব, তারাও থাকবে।’

অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চাচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা তো এ রকম কিছু বলেননি। তিনি পাশাপাশি (জাতীয় ও স্থানীয়) নির্বাচন করার কথা বলেছেন।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল