হোম > রাজনীতি

ইসলামাবাদী আরও ২১ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে তিন মামলায় আরও ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রবিবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

আজ দুপুরে ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। গত ১২ এপ্রিল পল্টন থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামি আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা মামলার তদন্তে সহায়ক হবে। ২০১৩ সালের ৫ মে হেফাজত নেতৃবৃন্দের নির্দেশেই তাঁদের কর্মীরা তাণ্ডব চালিয়ে বায়তুল মোকাররমের উত্তর ও দক্ষিন গেইটে জালাও পোড়াওসহ ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয় বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

এই মামলায় তাকে কারাগাওে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে পল্টন থানায় আরও দুইটি নাশকতার মামলায় ও মতিঝিল থানায় দায়ের করা আরও একটি নাশকতার মামলায় ইসলামাবাদীকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। পরে প্রত্যেক মামলায় দশ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেক মামলায় সাতদিন করে আজিজুল ইসলামকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। একটির পর একটি মামলায় জিজ্ঞাসাবাদ চলবে বলে আদেশে বলা হয়।
আরও পড়ুন:
মামুনুল হক গ্রেপ্তার
সোনারগাঁ পৌরসভার কাউন্সিলর গ্রেপ্তার
হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল সাত দিনের রিমান্ডে
রিসোর্টে ডুবলেন মামুনুল, মামুনুলে হেফাজত

সব পথ মিশেছে পূর্বাচলে

বিএনপি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় ১১টি বিশেষ ট্রেন

আমরা মুক্তির আবহে দাঁড়িয়ে আছি—তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন

তারেক রহমানকে নিয়ে সিলেট থেকে ঢাকার পথে বিমানের ফ্লাইট

তারেক রহমানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৪ হাজার সদস্য

তারেক রহমানকে বহনকারী বিমানের সিলেটে অবতরণ

ভোর থেকে তারেক রহমানের গণসংবর্ধনাস্থলের দিকে জনস্রোত, ৩০০ ফুট লোকারণ্য

‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

তারেক আসছেন আজ, অপেক্ষায় নেতা-কর্মীরা

রাত ১২টার সময়ই কানায় কানায় পূর্ণ সংবর্ধনাস্থল