হোম > রাজনীতি

আবার সরকারদলীয় সন্ত্রাসীরা হিংস্র হয়ে উঠেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর গতকাল শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজকে নৃশংসভাবে হামলা করে গুরুতর আহত করেছে। এমন অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের শেষ সময়ে আবারও হিংস্র হয়ে উঠেছে সরকারদলীয় সন্ত্রাসীরা।’ 

আজ শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুরের বছিলা এলাকায় রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিএনপির স্থানীয় নেতা শওকত, জামাল, বাবুসহ অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার পর আওয়ামী সন্ত্রাসীরা মাঠে নেমে বাংলাদেশকে বধ্যভূমি বানাতে চায়। তারা বুঝে গেছে তাদের সময় শেষ। তাই তারা এখন মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী কায়দা অবলম্বন করে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।’ 

রিজভী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এ দেশে তাঁর চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন। চিকিৎসকেরা বারবার বলেছেন করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় তাঁকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও আওয়ামী নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছেন।

ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র নিলেন এনসিপির তাজনূভা, ১৮-তে নাসীর

মব সহিংসতা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলছে: রিজভী

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবে: জোনায়েদ সাকি

সরকারের দেওয়া গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নুর

জিয়াউর রহমান সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করতেন: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতায় সর্বাধিক সুরক্ষা দেওয়া হয়েছিল জিয়াউর রহমানের সময়: মাহদী আমিন

প্রথম আলো–ডেইলি স্টারে হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত: জামায়াত

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তা ভয়ংকর: নোয়াবের সভায় বক্তারা

দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন এহসানুল হুদা

২৭ ডিসেম্বর ভোটার হওয়ার আবেদন করবেন তারেক রহমান