হোম > রাজনীতি

আবার সরকারদলীয় সন্ত্রাসীরা হিংস্র হয়ে উঠেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরাজগঞ্জে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার পর গতকাল শুক্রবার নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজকে নৃশংসভাবে হামলা করে গুরুতর আহত করেছে। এমন অভিযোগ এনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের শেষ সময়ে আবারও হিংস্র হয়ে উঠেছে সরকারদলীয় সন্ত্রাসীরা।’ 

আজ শনিবার দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। মোহাম্মদপুরের বছিলা এলাকায় রিজভীর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের হয়। এতে বিএনপির স্থানীয় নেতা শওকত, জামাল, বাবুসহ অঙ্গসংগঠনের নেতারা অংশ নেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যার পর আওয়ামী সন্ত্রাসীরা মাঠে নেমে বাংলাদেশকে বধ্যভূমি বানাতে চায়। তারা বুঝে গেছে তাদের সময় শেষ। তাই তারা এখন মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসী কায়দা অবলম্বন করে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।’ 

রিজভী আরও বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এ দেশে তাঁর চিকিৎসা সম্ভব নয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন। চিকিৎসকেরা বারবার বলেছেন করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় তাঁকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারপরও আওয়ামী নেতারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মিথ্যাচার করছেন।

তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধ বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না: বজলুর রশীদ ফিরোজ

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

তারেক রহমানের সঙ্গে বাম জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যা দরকার, বিএনপি তা-ই করবে: নজরুল ইসলাম খান

জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া স্বৈরাচারকে পুনর্বাসন: আখতার

তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক

সন্দেহজনক আচরণ: তারেক রহমানের বাসার সামনে থেকে আটক ২

একটি মহলের ইন্ধনে উদ্দেশ্যমূলকভাবে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে: গোলাম পরওয়ার

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক আজ