হোম > রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের সমাবেশে মোবাইল হারালেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে দলটি।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সরকারের উদ্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি উপস্থাপন করেন।

সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নুর। বিকেল ৫টার দিকে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান।

পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কেউ যদি ওই নম্বরে কল বা মেসেজ পান, বিভ্রান্ত হবেন না।’ পোস্টের সঙ্গে তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও উল্লেখ করেন।

এ ছাড়া সমাবেশস্থলে আরও কয়েকজন নেতা-কর্মীকে মোবাইল খুঁজতে দেখা গেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

দলটির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে ‘অবৈধ ও দুঃশাসনের প্রতীক’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ওসমান হাদির কবরে তারেক রহমান

ওসমান হাদির পাশাপাশি কাজী নজরুলের কবর জিয়ারত করবেন তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানের পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল

ওসমান হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগে ছাত্রদলের অবস্থান

নির্বাচনী সমঝোতা: এখনো হিসাব মেলাচ্ছে জামায়াত ও এনসিপি

তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি

স্মৃতিসৌধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানালেন তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করলেন তারেক রহমান

‘কৌশলগত কারণে’ গণঅধিকার থেকে পদত্যাগ করছেন রাশেদ খান, যাচ্ছেন বিএনপিতে