হোম > রাজনীতি

আ.লীগ নিষিদ্ধের সমাবেশে মোবাইল হারালেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে দলটি।

বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি সরকারের উদ্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে কয়েকটি দাবি উপস্থাপন করেন।

সমাবেশ চলাকালে পল্টন এলাকায় নিজের ব্যবহৃত মোবাইল ফোন হারানোর অভিযোগ করেছেন নুরুল হক নুর। বিকেল ৫টার দিকে তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে বিষয়টি জানান।

পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘সিমসহ মোবাইলটি পল্টন এলাকায় মিছিল থেকে হারিয়ে গেছে। তাই কেউ যদি ওই নম্বরে কল বা মেসেজ পান, বিভ্রান্ত হবেন না।’ পোস্টের সঙ্গে তিনি তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরও উল্লেখ করেন।

এ ছাড়া সমাবেশস্থলে আরও কয়েকজন নেতা-কর্মীকে মোবাইল খুঁজতে দেখা গেছে। দলের নেতারা অভিযোগ করেছেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় কয়েকজনের মোবাইল ফোন চুরি হয়ে গেছে।

দলটির নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগকে ‘অবৈধ ও দুঃশাসনের প্রতীক’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধের দাবি জানিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আগামী নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

‘জুলাই যোদ্ধারাও মুক্তিযোদ্ধা’, পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান