হোম > রাজনীতি

সরকার নয়, বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এ সরকার গণবিচ্ছিন্ন নয়; বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (২০ আগস্ট) দিনাজপুর জেলার হাকিমপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বিএনপি অনেক আন্দোলনের কথা বলেছে, ১৩ বছরে অনেক সংগ্রামের কথা বলেছে, ১৩ বছরে সরকার পতনের কথা বলেছে। কিন্তু কোনো আন্দোলন হয় নাই, কোনো সরকার পতন হয় নাই। মাঝখান থেকে পতন হয়েছে বেগম খালেদা জিয়ার। তাকে বিএনপি রক্ষা করতে পারে নাই।’ 

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যপূরণে নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আজকে এটাই হচ্ছে বিজয়। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে সেখানেই বিএনপির গাত্রদাহ, গায়ে জ্বালা। তারা সেখানেই কষ্ট পায়।’ 

বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে বিএনপির এত কষ্ট—উল্লেখ করে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ পেট ভরে ভাত খায়; দেশের উন্নয়ন হচ্ছে; বাংলার মানুষ ভালো আছে; তাবৎ দুনিয়ার মানুষ বাংলাদেশের প্রশংসা করে; বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে; নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়—এসব বিএনপির কষ্ট।’ 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

ছাত্র অধিকার পরিষদের ১৩৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ