হোম > রাজনীতি

এই সমাবেশের দিকে সবাই তাকিয়ে, সফল করতেই হবে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যেকোনো মূল্যে ঢাকায় বিএনপির সমাবেশ সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১০ তারিখে ঢাকার সমাবেশের দিকে সবাই তাকিয়ে আছে। সারা দেশের মানুষ যেমন তাকিয়ে আছে, পৃথিবীর মানুষও তাকিয়ে আছে। এই সমাবেশকে আমাদের যেকোনো মূল্যে সফল করতে হবে।’ 

আজ সোমবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশকে সামনে রেখে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা খাদের কিনারে চলে গেছি। জাতির অস্তিত্ব আজ বিপন্ন। চলমান আন্দোলন শুধু বিএনপির নয়, সমগ্র জাতিকে রক্ষার আন্দোলন। জাতিকে রক্ষা করতে হলে ১০ ডিসেম্বর আমাদের সফল ও শান্তিপূর্ণ একটি গণসমাবেশ সফল করতে হবে।’ 

ঢাকার সমাবেশকে বানচাল করতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের কর্মসূচির মধ্যে ছিল ১০টি সাংগঠনিক বিভাগে গণসমাবেশ করা। ৯টি আমরা সফলভাবে শেষ করেছি। শত বাধা বিপত্তি ও প্রতিবন্ধকতা পেরিয়ে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাবেশগুলো সফল হয়েছে। এবারও গ্রেপ্তার-বাধা বিপত্তি আবারও শুরু হয়েছে। এসব উপেক্ষা করে সমাবেশ সফল করতে আমাদের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করছেন। তারা মানুষের কাছে যাচ্ছেন।’ 

সভায় ঢাকার সমাবেশের দলপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘দমন নিপীড়ন করে আমাদের শেষ করার চেষ্টা চলছে। তবে যত দমন নিপীড়ন হোক না কেন, বিগত দিনের সমাবেশগুলোর চেয়ে ঢাকার সমাবেশ অনেক বড় হবে। ১০ ডিসেম্বরের সমাবেশকে আমরা মহাসমাবেশে রূপান্তরিত করব। লোকে লোকারণ্য হবে।’ 

নোমান জানান, এরই মধ্যে সমাবেশে যোগ দিতে অনেকেই ঢাকায় এসেছেন। এই সমাবেশে নেতৃবৃন্দ নতুন কর্মসূচি দেবেন। নতুন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।

গাইবান্ধা জাপা: মহাসচিব বনাম ভাইস চেয়ারম্যান

ঢাকা-৬ আসন: নানা সংকটের সমাধান দাবি ভোটারদের

পটুয়াখালী-৩: নুরকে জেতাতে মাঠে কেন্দ্রীয় বিএনপি

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাগ্‌বিতণ্ডা, হট্টগোল

বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

জুলাই শহীদদের নিয়ে বিএনপির পরিকল্পনা ‘ইসির কারণে’ বিস্তারিত বললেন না তারেক রহমান

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: মঈন খান

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত

তারেক রহমানের সঙ্গে ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান