চট্টগ্রাম: হেফাজতে ইসলামের সাবেক সাহিত্য ও গবেষণা সম্পাদক মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৬ মার্চের তাণ্ডবের ঘটনায় তাঁকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাবের একটি টিম চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে। নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
মুফতি হারুন ইজহারের পিতা মুফতি ইজাহার ২০ দলীয় জোটভুক্ত ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতের বিলুপ্ত কমিটির নায়েবে আমির ছিলেন।
২০১৩ সালের ৭ অক্টোবর মুফতি হারুন পরিচালিত লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে পাঁচ জন আহত হন। তাদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে চারটি তাজা গ্রেনেড এবং ১৮ বোতেল এসিড উদ্ধার করেছিল। ওই ঘটনায় তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিলেন। এ ঘটনায় তিনটি ও হেফাজতের নাশকতার ৮ মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।