ঢাকা-১৯ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট ড. মিলন কুমার ভদ্র। আজ বুধবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রিয়াজ উদ্দীন। তিনি বলেন, ‘ঢাকা-১৯ আসনের জন্য মিলন কুমার ভদ্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে মিলন বলেন, ‘আমি ঢাকা-১৯ সিট থেকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছি। সবার কাছে দোয়া চাই।’
ঢাকা-১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, পাথালিয়া, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, বনগাঁও ইউনিয়ন এবং সাভার ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের বর্তমান সংসদ সদস্য এনামুর রহমান। তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদে ঢাকা-১৯ আসন থেকে নির্বাচিত হন।