হোম > রাজনীতি

লন্ডন থেকে কী বার্তা নিয়ে ফিরছেন আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার রাতে বা আগামীকাল দেশে ফিরছেন। গত ১ ডিসেম্বর তিনি লন্ডনে, পরে যুক্তরাষ্ট্র যান বলে দলীয় সূত্রে জানা গেছে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে দলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের নয় দিন আগে আমীর খসরুর বিদেশ যাওয়া ও সমাবেশের আগে ফিরে আসা নিয়ে জল্পনা-কল্পনা চলছে রাজনৈতিক মহলে।

এ ব্যাপারে জানতে চাইলে নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর আজকের পত্রিকাকে বলেন, ‘খসরু ভাই বিদেশে গেছেন। কী কারণে গেছেন, সেটি জানি না।’

তবে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘লন্ডনে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করে, তারপর আমেরিকায় থাকা তাঁর পরিবারের কাছে যান তিনি। সেখান থেকে আজকে রাতে দেশে ফিরতে পারেন।’

বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমীর খসরুর। তিনি দলের সিদ্ধান্ত প্রণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কেন্দ্র ছাড়াও চট্টগ্রামের প্রায় সবকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নিষ্ক্রিয় হওয়ার পর থেকে আমীর খসরু একাই সামলাচ্ছেন।

সর্বশেষ গত ২৪ নভেম্বর চট্টগ্রামের হালিশহরে শ্রমিক দলের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন আমীর খসরু। এর আগে ১২ অক্টোবর পলোগ্রাউন্ডে বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার ক্ষেত্রেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির বড় বড় সব সমাবেশ ও আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দেন।

এমন একজন গুরুত্বপূর্ণ নেতা গতকাল বুধবার নয়াপল্টনে উপস্থিত ছিলেন না। ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ রয়েছে। এর আগেই বিদেশে যাওয়া নিয়ে বিরোধী দলের নেতা কর্মীরা প্রশ্ন তুলেছেন। অনেকে ফেসবুকে বিমানবন্দরে আমীর খসরুর ছবি দিয়ে ‘পালিয়ে যাচ্ছেন’ বলে স্ট্যাটাস  দিয়েছেন।

সুনামগঞ্জ-১ ও ২: বিএনপির ‘জোড়া’ প্রার্থীতে দ্বিধা

এনসিপিত্যাগীদের নতুন প্ল্যাটফর্ম ‘জনযাত্রা’

আগামী নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ

কথিত একটি রাজনৈতিক দল নির্বাচন বাধাগ্রস্ত করতে সহিংসতা করছে: মির্জা আব্বাস

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

শ্রমিক ইশতেহার বাস্তবায়ন নিয়ে যা বললেন নজরুল ইসলাম খান

মামুনুল হকের বাসায় নাহিদ, কী কথা হলো দুজনে

জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কাল-পরশুর মধ্যে: জামায়াত আমির

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

ক্রিকেটারকে অপমান মানে দেশকে অপমান, বিসিবির সিদ্ধান্তে একমত: মির্জা ফখরুল